Some-of-the-worlds-most-troubling-rivers-in-bangla
Image Source : pixabay

নদী এবং নদ এর মধ্যে পার্থক্য -

সাধারণত কোনো জলপ্রবাহের নাম যদি মহিলা বাচক হয় তাহলে নদী এবং পুরুষবাচক হলে নদ তবে সূত্রের কিছুটা ব্যতিক্রম ও বিতর্ক লক্ষণীয় সর্বাধিক গ্রহণযোগ্য সূত্র হল: নামের শেষে যদি আ-কার, এ-কার, ও-কার, ঔ-কার প্রভৃতি থাকে তবে নিশ্চিতভাবে সে প্রবাহগুলো নদী নামে অভিহিত হবে

নামের শেষে এগুলো না থাকলে এবং শুধু হ্রস্ব উ-কার থাকলে সেটি নদ হবে

যেমন ‘আড়িয়ালখাঁ’ পুরুষজ্ঞাপক নাম হলেও শেষে আ-কার রয়েছে সে জন্য এটি নদ না হয়ে নদী সিন্ধু’ বানানের শেষে যেহেতু হ্রস্ব উ-কার রয়েছে, সেহেতু এটি নদ নীল’ স্ত্রী নামজ্ঞাপক একটি প্রবাহ যেহেতু এর শেষে আ-কার, এ-কার কিছু নিই, সে জন্য এটি নদ এভাবে ‘ঘাঘট’ ন্ত্রী নামজ্ঞাপক জলপ্রবাহ হলেও অন্তবর্ণ ‘ট’-এর পরে আ-কার, এ-কার নেই, তাই এটি নদ

বিশ্বে সংকট সৃষ্টিকারী কয়েকটি নদ-নদী

নীলনদ

পৃথিবীর দীর্ঘতম এ নদীটি ১০টি দেশের মধ্যদিয়ে প্রবাহিত হয়েছে মিশরের সামগ্রিক পানি চাহিদার ৯৭ শতাংশ মিটে থাকে নীল নদের পানি দিয়ে ইতিমধ্যে নীল নদের পানি দিয়ে উজানের দেশসমূহ-সুদান, কেনিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, উগান্ডা, তাঞ্জানিয়া ও জায়ারের মধ্যে এক ধরনের টানাপোড়েন শুরু হয়ে গেছে

nile-river-in-map
Image Source : Wikimedia

 

টাইগ্রিস-ইউফ্রেটিস

তুরস্ক সিরিয়া আর ইরাক দিয়ে প্রবাহিত হয়েছে ৩৩টি বাঁধ নির্মাণের মাধ্যমে তুরস্ক দুটি নদীর ওপরই তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে ভাটির দেশ সিরিয়া ও ইরাকের কৃষি সম্পূর্ণ নির্ভরশীল ইউফ্রেটিস নদীর ওপর এর মধ্য আবার সিরিয়া এ নদীর পানি আটকে তার সেচ পদ্ধতি জোরদার করতে চাইছে সেরকম হলে আরও বেশি সমস্যায় পড়ে যাবে ইরাক

tigris-euphrates-river-in-map
Image Source : wikimedia

 

গঙ্গা

গঙ্গা নামে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উপত্তি হয়ে নবাবগঞ্জ দিয়ে বাংলাদেশে ঢুকে নাম হয় পদ্মা বাংলাদেশের সঙ্গে ভারতের বড় দ্বন্দ্ব গঙ্গার পানি নিয়ে বাংলাদেশের পুরো উত্তরাঞ্চলের কৃষি ব্যবস্থা গঙ্গার পানির ওপর নির্ভরশীল ভারত বাংলাদেশের সঙ্গে তার সীমান্তের সামান্য ভেতরে ফারাক্কা বাঁধ ‍দিয়ে শুকনো মৌসুমে পানি প্রত্যাহার করে নিচ্ছে ১৯৯৬ সালে ৩০ বছরব্যাপী গঙ্গার পানি বন্ট চুক্তি স্বাক্ষরিত হবার পর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে

ganges-river-in-map
Image Source : Wikimedia

 

ব্রক্ষপুত্র

এ নদের পানি নিয়েও ভারত ও বাংলাদেশের মধ্যে বিরোধ চলছে ভারত উজানে ফারাক্কার মতো বাঁধ দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছে এ বাঁধ নির্মিত হলে বাংলাদেশে মারাত্মকভাবে পানি সংকট দেখা দিবে

brahmaputra-river-map
Image Source : Wikimedia

জর্ডান

এ নদীটি জর্ডান, সিরিয়া, ইসরাইল আর লেবাননের মধ্য দিয়ে প্র্রবাহিত ১৯৬৭ সালের যুদ্ধের পর ইসরাইল যে ভুখন্ড দখল করে নেয় সেখান দিয়ে প্রবাহিত এ নদী থেকেই তাদের পানির পুরো চাহিদা ৪০শতাংশ মিটে যায় বর্তমানে আরব-ইসরাইল যে দ্বন্দ্ব চলছে জর্ডান নদীর পানি বন্টন দ্বন্দ্ব এর মধ্যে উল্লেখ্যযোগ্য জর্ডান নদীর পানি খ্রিস্টধর্মীয়দের কাছে বিশেষ পবিত্র

jordan-river-map
Image Source : Wikimedia

 

রিও গ্রেনডে

দীর্ঘ খরার পর এ নদীর পানি নিয়ে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে গত কয়েক বছর ধরে দ্বন্দ্ব চলছে মেক্সিকো তার অভ্যন্তরীণ ব্যবহারের জন্য আরও পানি চাচ্ছে আর এর বিরোধিতা যুক্তরাষ্ট্রের রাজনীতিকরা ।

Rio-Grande-dams-and-diversions
Image Source : Wikimedia


সিন্ধু

পাকিস্তান প্রধানত এই নদীটির ওপরই নির্ভরশীল সিন্ধুর উপনদী প্রবাহিত হচ্ছে ভারতের মধ্য দিয়ে ভারতের শস্যভান্ডার বলে পরিচিত পাঞ্জাবের কৃষি ক্ষেত্রের জন্য এই নদের পানি অপরিহার্য এ নদের পানি নিয়ে দু’দেশের মধ্যে চলছে দ্বন্দ্ব

indus-river-sindhu
Image Source : Wikimedia

 

জাম্বেসী

জাম্বিয়া, জিম্বাবুইয়ে, দক্ষিণ আফ্রিকাসহ কয়েকটি দেশ এ নদীর পানি ব্যবহার করে থাকে এসব দেশে লোকসংখ্যা দ্রুত বাড়ছে, সে কারণে একই হারে বাড়ছে তাদের পানির চাহিদা এর মধ্যে আবার দক্ষিণ আফ্রিকা পরিকল্পনা করছে নদীর পানির দিক পরিবর্তনের তাদের পরিকল্পনা উদ্বিগ্ন করে তুলেছে অন্য দেশগুলোকে

zambezi-river-basin-in-map
Image Source : Wikimedia

 

রেফারেন্স সমূহ :

https://en.wikipedia.org/wiki/Nile

https://en.wikipedia.org/wiki/Tigris%E2%80%93Euphrates_river_system

https://en.wikipedia.org/wiki/Ganges

https://en.wikipedia.org/wiki/Padma_River

https://en.wikipedia.org/wiki/Brahmaputra_River

https://en.wikipedia.org/wiki/Jordan_River

https://en.wikipedia.org/wiki/Rio_Grande

https://en.wikipedia.org/wiki/Indus_River