are-there-more-men-or-more-women-in-the-earth-explained-in-bangla
Image Source : pixabay

প্রকৃতি সব সময় সাধারণত ভারসাম্য রক্ষা করে চলে । কিন্তু বিশ্ব জনসংখ্যার দিকে নজর দিলে দেখা যাবে যে সেখানে সংখ্যা বৈষম্য রয়েছে । সামগ্রিকভাবে বিশ্ব জনসংখ্যার দিকে তাকালে দেখা যায় বিশ্বে মেয়ে শিশুর চেয়ে ছেলে শিশুজন্ম নেয় বেশি সংখ্যায় । বিবর্তন শাখার জীব বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে, এ সংখ্যা বৈষ্যমের পেছনে কারণ রয়েছে । সাধারণত যে কোন বয়সে মেয়েদের চেয়ে ছেলেদের মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি । সুতরাং বংশ বিস্তারের বয়সে দেখা যায় ছেলে মেয়ের সংখ্যা প্রায় কাছাকাছি । সম্প্রতি এক গণনায় দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন ও কানাডায় ছেলে শিশুর চেয়ে কন্যা শিশু বেশি মাত্রায় জন্ম নিচ্ছে । একই সঙ্গে দেখা গেছে এ দেশগুলোতে স্বামী থেকে বিচ্ছিন্ন একাকী মায়ের সংখ্যাও বাড়ছে । এ দুয়ের মধ্যে কি আদৌ কোন সম্পর্ক আছে?

একজন মার্কিন বিশেষজ্ঞ ৬০ হাজার পরিবারের উপর গবেষণা চালিয়ে দেখেছেন যে গর্ভ ধারণের সময় যেসব নারী স্বামীর সঙ্গে বসবাস করতেন তাদের ছেলে সন্তান জন্ম নিয়েছে বেশি । বস্তুত প্রাগৈতিহাসিক কাল থেকেই এ রকম একটি ব্যাপার চলে আসছে । সন্তানের লালন পালনে পারিবারিক নিশ্চিত পরিবেশ থাকলে ছেলে শিশু জন্মলাভের সম্ভাবনা বেশি থাকে ।বিবর্তনের ধারায় দেখা যায়, মানুষ ও অন্যান্য প্রজাতির ক্ষেত্রে সবচেয়ে সফল পুরুষ বেশি সংখ্যার সন্তান জন্ম দেয় । এটা প্রাকৃতিক নিয়ম কারণ এ প্রক্রিয়াতেই সেই প্রজাতি বিবর্তনের ধারায় তার বংশধর রেখে যেতে পারে বেশি মাত্রায় । বিপরীতে দুর্বল পুরুষের বংশ বিস্তারের সুযোগ অনেক কম । তাই প্রকৃতির সাধারণ প্রবণতা হলো সুস্থ সবল পুরুষের সংখ্যা বৃদ্ধি । স্বামী-স্ত্রী একসঙ্গে থাকলে সন্তানের সুস্থ-সবল হয়ে গড়ে উঠার সুযোগ বেশি থাকে বলে আদিকাল থেকেই এ ধরনের পরিবারে ছেলে শিশুর জন্মের সম্ভাবনা বেশি থাকে । অন্যদিকে পরিবার বিচ্ছিন্ন এক মায়ের পক্ষে শিশুকে বড় করে তোলা কষ্ট সাধ্য বলে তার মেয়ে শিশু লাভের সম্ভাবনা বেশি থাকে । কারণ মেয়ে কোনো কারণে রুগ্ন হলে বৈরি প্রকৃতিতে সে টিকে থাকতে খুব সফল না হলেও তার সন্তান লাভের সম্ভবনা কিছু পরিমাণে থাকে ।

are-there-more-men-or-more-women-in-the-earth-explained-in-bangla
Image Source : pixabay

 

অবশ্য ছেলে ও মেয়ে শিশু জন্মলাভের এ ব্যাখ্যা সত্য ছিল লক্ষ লক্ষ বছর আগে যখন বিবর্তন প্রক্রিয়া নির্বিবাদে ক্রিয়াশীল ছিল । কিন্তু আধুনিক যুগে এ ব্যাখ্যা ততটা কার্যকারী না হলেও প্রকৃতিতে এখনও ছেলের সংখ্যা অনেক বেশি ।

২০২০ সালে, বিশ্বে পুরুষ ও মহিলাদের সংখ্যা মোটামুটি সমান ছিল। যদিও পুরুষরা প্রতি ১০০ জন মহিলার জন্য ১০২ পুরুষের সাথে সামান্য এগিয়ে রয়েছে। আরও স্পষ্ট করে বললে, এক হাজার জনের মধ্যে ৫০৪ জন পুরুষ (৫০.৪%) এবং ৪৯৬ জন মহিলা (৪৯.৬%)। প্রতি ১০০টি মেয়ের জন্য, ১০৬ জন ছেলের জন্ম হয়, তবে পুরুষদের শৈশব এবং প্রাপ্তবয়স্ক উভয় বয়সেই মহিলাদের তুলনায় মৃত্যুর ঝুঁকি বেশি থাকে।