hand, person, abstract, people, photography, love, heart, young, touch, finger, couple, human, together, arm, holding hands, close up, family, happy, hands, fingers, concept, interaction, sense, Free Images In PxHere
Image from PxHere

ছোট্ট ছো্ট্ট ভুলের কারণে সবচেয়ে কাছের এবং ভালোবাসার মানুষটির মধ্যে আস্তে আস্তে এক অদৃশ্য দূরত্ব সৃষ্টি হয় যা একসময় ব্রেকআপের রূপ নেয় । আপনার ভালোবাসার মানুষটি চায় আপনার কিছুটা এক্সট্রা কেয়ারিং । তাহলে ভালোবাসার সম্পর্ক কেমন হওয়া উচিত? চলুন এই পোষ্টে এরকম ১০টি উপায় সম্পর্কে আলোচনা করব ।

১. ইতিবাচক হোন

ইতিবাচক হওয়ার চেষ্টা করুন । মানুষ মাত্রই ভুল হতে পারে । ছোট ছোট ভুলগুলো ধরে না রেখে ক্ষমা করতে শিখুন । চাইলে সবকিছুতেই ভুল ধরা সম্ভব । নিজেরা সময় কাটানোর চেষ্টা করুন । কাজ, প্রযুক্তি, আত্মীয়স্বজন সব কিছুর বাইরে নিজেরা কিছুটা সময় কাটান । এটা সম্পর্ককে মজবুত করতে সাহায্য করবে ।

২. উপহার দিন

সব সময় উপহার দেওয়ার জন্য উপলক্ষের প্রয়োজন হয় না । যেকোনো কারণেই উপহার দেওয়া যায় । সঙ্গীকে হঠাৎ করেই একটা উপহার দিয়ে চমকে দিন । দেখবেন সে কতটা খুশি হয় । এটা আপনাদের সম্পর্কের মাঝে ভালো লাগার অনুভূতি তৈরি করবে ।

10-tips-to-strengthen-a-love-relationship-in-bangla
Image by wichai bopatay from Pixabay

৩. অতিরিক্ত খবরদারি নয়

একে অপরের ওপর খবরদারি না করাই ভালো । সবসময় প্রতিটি বিষয়ের খোঁজখবর রাখা কিছু সময় দম বন্ধ করা পরিস্থিতি সৃষ্টি করে । যদিও খোঁজখবর নেওয়াটাকে দায়িত্বের মধ্যে পড়ে । কিন্তু এ কথাগুলো বিরক্তির পর্যায়ে তখনই পড়ে, যখন আপনি অযথাই তার ওপর খবরদারি করতে যান ।

৪. অন্যের সাথে তুলনা নয়

অকারণে একজনের সঙ্গে অন্যজনের তুলনা না করাই ভালো । যেকোনো ভালো কাজের জন্য এক অপরকে বাহবা দিন । অন্য কারও সঙ্গে তুলনা করে আপনার সঙ্গীর মানসিকতাকে আঘাত করবেন না । অন্যের সঙ্গে তুলনা করা সবচেয়ে বড় আঘাত আপনার ভালোবাসার মানুষটির জন্য । এ ধরনের অভ্যাস ত্যাগ করলে সম্পর্ক অটুট থাকে ।

৫. শুনুন মন দিয়ে

একে অপরের সঙ্গে সময় কাটানো এবং একে অপরের কথা মন দিয়ে শোনাটা খুব গুরুত্বপূর্ণ । আপনি আপনার ভালোবাসার মানুষটির কথা শুনলেন না বা শুনতে চাইলেন না, এতে করে তিনি ভাবতে পারেন আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না ।

৬. একে-অন্যের দোষারোপ করবেন না

যে কোনো বিষয়ে একে অপরকে দোষ দেওয়ার অভ্যাস পরিত্যাগ করুন । আপনার সঙ্গী যদি কোনো ভুল করে ফেলে সেটাকে শুধরে দেওয়ার চেষ্টা করুন । তবে সেটাও যেন খুব সচেতনভাবে, কষ্ট দিয়ে নয় ।

nature, outdoor, people, girl, woman, bench, summer, female, love, sitting, romance, romantic, lifestyle, bride, sad, ceremony, temple, bright, photograph, beautiful, coupe, vietnam, hanoi, quarrel, argument, human positions, concerned, lover's grief, heartsickness, lovelorn, lovesickness, Free Images In PxHere
Image from PxHere

৭. রাগ নিয়ন্ত্রণ করুন

রাগের মাথায় কিছু বলে ফেলা খুব সোজা । পরে সেই কথা নিয়ে অনুশোচনার শেষ থাকে না । কিছু বলার আগে কয়েক মুহূর্ত সময় নিন । একটু ভাবুন । নিজের চিন্তা-ভাবনাগুলেঅকে জড়ো করুন এবং শেষবারের জন্য নিজেকে প্রশ্ন করুন, আসলেই আপনি কথাটা বলবেন কি-না!

৮. পুরনো প্রেমের স্মৃতিচারণ করবেন না

এর আগেও হয়তো আপনি অথবা সে অন্য কোনো সম্পর্ক জড়িত ছিলেন । সে কথা মনে করে কথায় কথায় পুরনো কথা না তোলাই ভালো । এ অভ্যাসটি আপনার বর্তমান সম্পর্কের জন্য অনেক বেশি ক্ষতিকর । অতীতের সম্পর্ক ভুলে বর্তমান সম্পর্ককে গুরুত্ব দিন ।

৯. হয়ে উঠুন বন্ধু

মনে রাখতে হবে, নিজের সঙ্গীর প্রেমিক বা প্রেমিকা হওয়ার আগে ভালো বন্ধু হয়ে উঠুন । শুনতে আন-রোমেন্টিক মনে হলেও এটি সম্পর্ককে করবে সবচেয়ে শক্তিশালী ।

man, woman, photography, love, couple, romance, bride, laugh, ceremony, photograph, interaction, photo shoot, Free Images In PxHere
Image from PxHere

১০. প্রশংসা করুন

ছোট-খাটো ভালো কাজ কিংবা সাহায্যেও তার প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করতে ভুলবেন না । এতে একে-অপরের প্রতি শ্রদ্ধা বাড়ে এবং সম্পর্ক ঘাঢ় হয় ।

বোনাস টিপস:

১১. ভালোবাসা প্রকাশ করুন

ভালোবাসার মানুষটির মুখ থেকে ‘আমি তোমাকে ভালোবাসি’ শুনতে তো অবশ্যই ভালো লাগে । তেমনি ভালোবাসার মানুষটিও আপনার মুখ থেকে সেটি শুনতে পছন্দ করেন । তাই যখন সুযোগ পাবেন সরাসরি মুখে বলতে না পারলেও নিজের ভালোবাসা প্রকাশ করুন ।