অনেক সময় আমাদের দৈনিক গুরুত্বপূর্ণ কাজের জন্য যেমন- ডেইলি টাস্ক, চেক লিস্ট, বাজার লিস্ট ইত্যাদি  চিরকুট লিখে রাখাতে হয় যার জন্য অনেকে হ্যান্ডবুক ব্যবহার করেন । তবে চাইলেই কম্পিউটারের মতো প্রয়োজনে স্মার্টফোনেও নোট (চিরকুট) লিখে রাখা যায় । এর জন্য কিছু অ্যাপস রয়েছে যেগুলো দিয়ে আপনার স্মার্টফোনে স্মার্টলি নোট সেভ করতে পারবেন এবং ব্যবহার করতে পারেন ।

best-5-note-taking-apps-for-android-ios-and-web-versions
Image from pxhere

নিচে আপনার স্মার্টফোনের জন্য সেরা ৫ নোটস টুল অ্যাপগুলো নিয়ে আলোচনা করা হলো, প্রত্যেকটি অ্যাপ অ্যান্ড্রয়েড, আইওএস, পিসি এবং ওয়েব সংস্করণে ব্যবহার করতে পারেন । এর মধ্যে থেকে বেছে নিন আপনার সেরাটি । 

১. গুগল কিপ (Google Keep):  

 

google-keep-app-review-in-bangla
Screenshot : Google Keep

গুগল কিপ অ্যাপটি দেখতে সাধারণ স্টিকি-নোট অ্যাপের মত মনে হতে পারে, যা দেখে বোকা হবেন না । এটি আসলে খুব চমৎকার কিছু ফিচারসম্পন্ন নোট-অ্যাপ্লিকেশন যার মাধ্যমে খুব সহজে নোটস রাখতে পারবেন ।রয়েছে চেকলিস্ট তৈরি, লোকেশন বেইসড রিমাইন্ডার সেট, ভয়েজ রেকর্ডিং মেমো ও শেয়ার এর সুবিধা ।সমর্থন করে অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ ফোন, ব্লাকবেরি এবং ওয়েব প্লাটফর্মে ।চাইলে সিনক্রোনাইজ করা যাবে ফোন, ট্যাবলেট, কম্পিউটার এবং অ্যান্ড্রয়েড সহ আপনার সমস্ত ডিভাইস জুড়ে ।

ওয়েব সাইট : https://keep.google.com

২. মাইক্রোসফট ওয়ান নোট (Microsoft OneNote):

Microsoft-OneNote-app-review-in-bangla
Screenshot : Microsoft OneNote
মাইক্রোসফট ওয়ান নোট হচ্ছে কম্পিউটারের সবচেয়ে জনপ্রিয় নোট টেকিং টুলস যা মাইক্রোসফট অফিস ও অফিস ৩৬৫ এর অন্তর্ভুক্ত । তাই আপনি  চাইলে আপনি আপনার অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসগুলোতে তথা মাইক্রোসফট অফিসেও ব্যবহার ও সিঙ্ক করতে পারবেন । ওয়ান নোটের নেওয়া সমস্ত নোট মাইক্রোসফট ফ্রি অ্যাকাউন্টে সেভ থাকবে যেটা অনেক নিরাপদ ।

ওয়েব সাইট : https://www.onenote.com/download

৩. এভারনোট (Evernote) : 

  

evernote-app-review-in-bangla
Screenshot : Evernote

নোটস ব্যবহারের সবচেয়ে জনপ্রিয় ও কার্যকারী টুল হচ্ছে এভারনোট ।এতে ফাইল অ্যাটাচমেন্টেরও সুযোগ রয়েছে তাই শুধু টেক্সট নয় সেলফোনে ছবি তুলে বা অডিও/ভিডিও রেকর্ড করে অথবা হেন্ডরাইটিং টুলের অনলাইনে এভারনোট অ্যাকাউন্টে সেন্ড করে সংরক্ষণ রাখা যায় এক্ষেত্রে সেভ বাটন ছাড়াই নোটগুলো স্বয়ংকিয়ভাবে সংরক্ষিত হয় এভারনোট আইফোন, আইপ্যাড, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, ব্লাকবেরি সহ সকল স্মার্ট ডিভাইসে এবং ওয়েব সংস্করণেও সমর্থণ করে আবার এভারনোট অ্যাকাউন্ট ব্যবহার করে সংশ্লিষ্ট সেলফোন ছাড়াও অন্য ডিভাইসে এই নোটগুলো ব্যবহার ও সম্পাদনা করা সম্ভব । 

ওয়েব সাইট : https://evernote.com/download

৪. জি-নোটস (G-Notes):

g-notes-app-review-in-bangla
Screenshot : G-Notes

জি-নোটস অ্যাপটি খুব হালকা ও দ্রুত ইন্টারফেসে নোটস টুকে রাখা যায় সহজে । এটি এভারনোট ও গুগল কিপ এর সেরা বিকল্প । এটি অ্যান্ড্রয়েড, আইওএস ও ওয়েব প্লাটফর্মে উপলুব্ধ রয়েছে আর অন্যান্য ডিভাইসগুলোতে সিনক্রোনাইজ ও শেয়ার এর সুবিধা তো রয়েছেই । তাছাড়া টিকটিক অ্যাকাউন্টের সাথে যুক্ত করে চেকলিস্ট যোগ করা যাবে ।

ওয়েব সাইট : https://www.gnotes.me

৫. সিম্পোল নোট (SimpleNote) :

simplenote-app-review-in-bangla
Screenshot : Simplenote

সিম্পোল নোট এর নামের মতই এর কাজও খুব সহজ ।এটি মাইক্রোসফট উইন্ডোজ, লিনাক্স, ওএস এক্স, অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েব অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায় । 

ওয়েব সাইট : https://simplenote.com/