পুরুষ কিংবা মহিলা সতেজ, শীতল ও দুর্গন্ধ মুক্ত থাকতে সবাই কম-বেশি পারফিউম ও বডি স্প্রে (ডিওড্রেন্ট) ব্যবহার করেন । যদিও পারফিউম ও বডি স্প্রে’র কাজ এক হলেও এদের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে । তাহলে চলুন জেনে নেয়া যাক পারফিউম ও বডি স্প্রের মধ্যে পার্থক্য কি এবং কখন কোনটি ব্যবহার করতে হয় ।

what-is-the-difference-between-perfume-and-body-spray
Image by AVAKA photo from Pixabay

মূল পার্থক্য

মিশ্রণ

পারফিউম ও বডি স্প্রে’র এই দুই প্রকার ফ্রেগ্রেন্স (সুগন্ধি)এ অ্যালকোহল, জল ও ফ্রেগেন্স ওয়েল এর মিশ্রণে তৈরি করা হয় । তবে উভয় ফ্রেগ্রেন্সে এই উপাদানগুলো ব্যবহারের অনুপাত হয় ভিন্ন ।পারফিউমে অন্যান্য উপাদানের তুলনায় ফ্রেগেন্স ওয়েল এর পরিমান বেশি থাকে । যার কারণে পারফিউম একটু বেশি তেলতেলে হয়ে থাকে । অন্যদিকে বডি স্প্রেতে অন্যান্য উপাদানের তুলনায় অ্যালকোহলের পরিমাণ বেশি, তাই স্প্রে করার পর অ্যালকোহলের হালকা ঘ্রাণ পাওয়া যায় । তাই বডি স্প্রের চাইতে পারফিউম এর ঘ্রাণ একটু কড়া হয় ।

স্থায়ীত্ব

যেহেতু বডি স্প্রেতে গ্যাস ও পানির পরিমাণ বেশি হওয়ায় এটি হালকা কিন্তু পারফিউম তুলনামূলক ঘন । তাই পারফিউমের ঘ্রাণ দীর্ঘস্থায়ী হয় কিন্তু বডি স্প্রের ঘ্রাণ হয় ক্ষণস্থায়ী ।

ব্যবহার

বেশির ভাগ মানুষেই জানে না বডি স্প্রে ও পারফিউম কখন ‍কিভাবে ব্যবহার করতে হয়? দুটোই এক প্রকারের সুগন্ধি হলেও এদের বৈশিষ্ট্য, কার্যকারিতা ও ব্যবহারও ভিন্ন ।

পারফিউম (সেন্ট) : বিশেষ কোনো উপলক্ষে পারফিউম এর ব্যবহার আপনার উপস্থিতিতে অন্য এক মাত্রা যোগ করে । পারফিউম ব্যবহার করতে হবে কাপড়ে কারণ এটি শরীরে ব্যবহার করলেও কাজ করে না; ১৫-২০মিনিটের মধ্যেই বিলীন হয়ে যাবে । পোশাক এবং গহনা পরিধানের পূর্বে পারফিউম ৫-৭ ইঞ্চি দূরত্বে স্প্রে করুন ।

what-is-the-difference-between-perfume-and-body-spray
Image by Nurul islam Nafi from Pixabay

বডি স্প্রে (ডিওড্রেন্ট) : বডি স্প্রের মূল কাজ হচ্ছে শীরের দুর্গন্ধ দূর করা । এটি সরাসরি শরীরে ব্যবহার করতে হবে, অবশ্যই কাপড়ে ব্যবহার করা উচিত নয় । গোসল করার পরে ড্রাই স্কিনে বডি স্প্রে ব্যবহার করুন । পুরো শরীরে অতিরিক্ত স্প্রে করবেন না ।

*বডি স্প্রে ও পারফিউম ব্যবহারের সময় স্প্রে করুন নির্দিষ্ট কয়েকটি বডিপয়েন্ট এ যেমন কব্জি, বুক, কনুইয়ের মধ্যে পাশাপাশি গলার কিছু নিচে এবং হাঁটু, ঘাড় ও কানের পিছনে