বিমান বা প্লেনের রং সাদা হয় যে কারণে


why-is-the-color-of-the-aircraft-always-white-explained-in-bangla
Image Source : pixabay

আপনি কি কখনও ভেবে দেখেছেন যেকোনো বিমান কিংবা প্লেনের রং সবসময় সাদা হয় কেন? মজার কথা হলো বিমানের রঙ সাদাই হতে হবে-এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই । কিন্তু কেন আমরা বিভিন্ন রং-বেরংয়ের প্লেন দেখতে পাই না? আসলে বিশ্বের বিভিন্ন বড় বড় অনেক এ্যায়ারলাইন্সের কাছে সাদা যাত্রী বিমান ছাড়াও অন্যান্য রংয়ের যাত্রী বিমানও রয়েছে; তবে সেগুলোর সংখ্যা খুব বেশি নয় ।


যদিও কোনো প্লেনেই ১০০% সাদা রং করা থাকে না ! আসলে প্লেনের রং সাদা হওয়ার পিছনে অনেকগুলো বৈজ্ঞানিক কারণ রয়েছে । যার জন্য অধিকাংশ এ্যায়ারলাইন্স তাদের প্লেনে সাদা রঙ ব্যবহার করে থাকে । 


why-is-the-color-of-the-aircraft-always-white-explained-in-bangla

Image Source : pixabay

১. সাদা রঙে আলো প্রতিফলিত হয় তাই বিমান শীতল রাখাতে সাদা রঙ ব্যবহার করা হয় । সাদা যেহেতু তাপ বিকিরণ করে, তাই প্লেন গরম হয়ে যাওয়ার পাশাপাশি সৌর বিকিরণের সম্ভাব্য ক্ষয়কেও হ্রাস করতে সাহায্য করে ।

২. অন্য দিকে কোনো কারনে যদি প্লেনের কোথাও ফুটো হয়ে তেল চুঁইয়ে পড়ে, সেক্ষেত্রে রঙ সাদা হলে চুঁইয়ে পড়া তেল খুব সহজেই দেখা যায় । এছাড়া অন্য যেকোনো ত্রুটিও খুব সহজেই ধরা পড়ে সাদা রঙে ।

৩. বিভিন্ন সময়ে প্লেন ক্রাশ হয়ে হারিয়ে গেলে বা দুর্ঘটনা ঘটলে বিধ্বস্ত বিমানের ধ্বংসবশেষ খুঁজতে হয় উদ্ধারকারীদের । সাদা রং যেকোনো জায়গায়ই প্রতীয়মান হয় তাই খুঁজে পাওয়া সহজ ।

 

/why-is-the-color-of-the-aircraft-always-white-explained-in-bangla

Image Source : pixabay


৪. ২০১১ সালের একটি সমীক্ষায় দেখা গেছে যে, পাখিরা সাদা বা হালকা বর্ণের মধ্যে দিয়ে উড়ে না।

৫. তাছাড়া অন্যতম একটি কারণ হচ্ছে, সাদা রঙ ব্যবহার করা অন্য যেকোনো রঙ অপেক্ষা সাশ্রয়ী ।  

এসব কারণেই অধিকাংশ প্লেনের রং সাদা হয় । পৃথিবীর প্রায় সব প্লেনই সাদা রঙের হয় । তবে সাদা ছাড়াও অন্য রঙের প্লেনও কিন্তু আছে । সেগুলোর সংখ্যা খুব কম । উদাহরণস্বরূপ দক্ষিণ আফ্রিকার ‘মেংগো’ নামের এয়ারলাইন্স এর প্লেনগুলো উজ্জ্বল কমলা বর্ণের, হাঙ্গেরিয়ান এয়ারলাইন্স ‘উইজ’ এর প্লেনগুলো লাল-গোলাপী কিংবা বেগুনী বর্ণের ও সাইবেরিয়ান এয়ারলাইন্স ‘এস সেভন’ এর প্লেনগুলো সবুজ বর্ণের । 




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন