ক্রিকেট হচ্ছে রেকর্ড এর খেলা । ক্রিকেটের এত বেশি রেকর্ড মত আর অন্য কোনো খেলায় দেখতে পাওয়া যায় না । ক্রিকেটে অনেক মজার মজার ও অদ্ভুত সব বিশ্ব রেকর্ড সমূহ রয়েছে । যেগুলো একজন রিয়েল ক্রিকেট ফ্যান হিসেবে খুব কৌতুহলের বিষয় । এরকম কিছু মজার ও অদ্ভুত ক্রিকেট রেকর্ড নিয়ে আজকের বিশেষ পোষ্ট ।

 

strange-cricket-records-in-bangla-episode-1
Image by Yogendra Singh from Pixabay

যেহেতু ক্রিকেটে এত বেশি মজার মজার রেকর্ড রয়েছে যা এক পোষ্টে বিবরণ দেয়া সম্ভব নয় । তাই নিয়ে ধারাবাহিক আরও পর্ব থাকবে ।

১) তিন রানে অলআউট!

২০১৪ সালে মাত্র ৩ রানে অলআউট হওয়ার নজির সৃষ্টি করে বিস্ময় খবরের জন্ম দিয়েছিল ইংল্যান্ডের উইরাল ক্রিকেট ক্লাব । চ্যাশায়ার লীগে তৃতীয় বিভাগের ম্যাচে হাসলিংটনের দেওয়া ১০৯ রানের টার্গেটে মাত্র ৩ রানে গুটিয়ে যায় উইরাল । এ তিন রানের দুটি এসেছে লেগবাই থেকে । উইরালের প্রথম ১০ ব্যাটসম্যানই প্যাভিলিয়ন ফেরেন ডাক মেরে । একটি রান আসে এগারো নম্বর ব্যাটসম্যান কনর হবসনের ব্যাট থেকে । উইরাল এ তিনটি রান করেছে আট ব্যাটসম্যান আউট হওয়ার পর । ইনিংসটি স্থায়িত্ব ছিল মাত্র ১০ ওভার ।

wirral-cricket-club-all-out-in-3-run
Image source : BBC

২) ১ ওভারে ৬ উইকেট!

এক ওভারে ৬ উইকেট! তাও ছয়জনই বোল্ড ! ইংল্যান্ডের স্কুল ক্রিকেটে এমনটাই করেছে কিশোর ‘লুক রবিনসন’ । ১৩ বছর বয়েসেই বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে সে । ফিলাডেলফিয়া ক্রিকেট ক্লাবের অনূর্ধ্ব-১৩ দলের হয়ে এই নজির গড়ে লুক ।ছয়জন ব্যাটসম্যানকেই বোল্ড করে । এই ম্যাচের সময় লুকের পরিবারের বেশিরভাগ সদস্যই মাঠে হাজির ছিলেন । তার বাবা স্টিফেন এই ম্যাচে আম্পায়ারিং করেছিলেন ।

Image Source : Google

৩) এক ইনিংসে ব্যক্তিগত ১০০৯ রান স্কোর!

মুম্বইয়ের এক স্কুল ক্রিকেটার প্রণব ধনওয়াডে ৫ই জানুয়ারী ২০১৬ সালে এক ইনিংসে ব্যক্তিগত ১০০৯ রান সংগ্রহ করে ৩২৩ বল খেলে ও অপরাজিত থেকে এবং এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রহকারীর রেকর্ড নতুন করে রেকর্ডবুকে লেখান । তিনি এইচটি ভান্ডারী কাপ আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টে কেসি গান্ধী স্কুলের হয়ে আর্য গুরুকুলের বিপক্ষে খেলতে গিয়ে তিনি এই রান করেছিলেন । এটি যে কোন ফরমেটের ক্রিকেটের জন্য নতুন রেকর্ড ।

Image Source : CNN

 

 

৪) উভয় দলের উইকেট কিপার যখন বলার!

২০১৩ সালে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার জোহানেসবার্গের টেস্টের কথা মনে আছে, যেখানে এবি ডি ভিলিয়ার্স এবং এমএস ধোনি উভয় উইকেট রক্ষক বল করেছিলেন? এটি আসলে টেস্ট ইতিহাসের প্রথম ও একমাত্র ম্যাচ, যখন উভয় পক্ষের উইকেটকিপাররা কমপক্ষে একটি করে ওভার বোল করেছিলেন ।

Image Source : Google

৫) প্রতি সেশনে একটি করে সেঞ্চুরী!

স্যার ডন ব্র্যাডম্যান একবার টেস্ট ক্রিকেটে এক দিনের প্রতিটি সেশনে একবার সেঞ্চুরি করেছিলেন! সামগ্রিকভাবে, কিংবদন্তি অস্ট্রেলিয়ান 1930 সালের জুলাই মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচের সময় এক দিনের খেলায় এককভাবে 309 রান করে এই অন্যন্য রেকর্ড করেন ।

 

05-Sir-Don-Bradman-did-3-Hundrads-in-each-sessions
Image Source : Google

৬) শূন্য বলে ৮ রান!

পাকিস্তানি স্পিনার আব্দুর রহমান এক উদ্ভট রেকর্ড গড়েন; তিনি বৈধ কোন বল ডিলেভারি না করেই ৮রান দেন এবং অপসৃত হন । ২০১৪ সালের এশিয়া কাপ এ স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে স্পেলে আসা আব্দুর রহমান পরপর তিন তিনটি অবৈধ ফুলটস ডিলেভেরি করলে তাকে অপসৃত করা হয় ।

06-Pakistani-bowler-Abdur-Rehman
Image Source : Google

৭) সবচেয়ে বেশি বলের ওভার!

২০০৪ সালের এশিয়া কাপে বাংলাদেশ ও পাকিস্তানের মুখোমুখি ম্যাচে মোহাম্মদ সামি ১৭ বলের ওভার বোলিং করেছিলেন ।ওভারটিতে তিনি ৭টি ওয়াইড ও ৪টি নো-বল দেন! ব্যাটসম্যান হাবিবুল বাশার ও রাজিন সালেহ সেই ওভারে ২২ রান করেন ।

 

07-asia-cup-2004-big-over
Image Source : Google

৮) পুরো ক্যারিয়ারে মাত্র ছয়টি ছক্কা!

স্যার ডন ব্র্যাডম্যান’কে সবসময়কার সবচেয়ে নির্ভীক ব্যাটসম্যান হিসাবে বিবেচনা করা হয় । কারণ তিনি যেভাবে নাস্তানাবুদ করতেন । তবে আশ্চর্যজনকভাবে স্যার ডন ব্র্যাডম্যান তাঁর পুরো টেস্ট ক্যারিয়ারে মাত্র ছয়টি ছক্কা মারেন ।

 

08-sir-don-bradman-batting-records-in-bangla
Image Source : Google

৯) শততম টেস্টে উভয় ইনিংসে শতক!

রিকি পন্টিং একমাত্র খেলোয়াড় যিনি তাঁর একশতম টেস্টের উভয় ইনিংসেই সেঞ্চুরি করেন । ২০০২ সালের ২ জানুয়ারি সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উভয় ইনিংসে যথাত্রমে ১২০ এবং ১৪৩* স্কোর করেন।

 

09-Ricky-did-century-in-each-ingings-in-his-100th-test
Image Source : Google

১০) সবচেয়ে ধীরতম ইনিংস!

ধীরতম ইনিংসের রেকর্ডটি নিউজিল্যান্ডের জিওফ অলোটের হাতে রয়েছে ।১৯৯৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংসটিতে ৭৭টি ডেলিভারি খেয়েছিলেন, ১০১ মিনিটের জন্য ক্রিজে ছিলেন এবং শেষ পর্যন্ত শূন্য রানে ডাক আউট হন।

10-cricket-slowest-ings-with-duck
Image Source : Google


১১) সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট!

মুত্তিয়া মুরালিধরন হচ্ছেন আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার । তবে তাঁর ঝুলিতে এমন একটি রেকর্ড আছে যা তিনি মুছে ফেলতে চাইবেন । তাঁর ৪৯৫ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে, মুরালি ৫৯ বার শূন্য রানে আউট হয়েছেন - এটি একটি বিশ্ব রেকর্ড!

11-m-muralitharan-most-times-duck-record
Image Source : Google

১২) প্রথম ডাক (শূন্য রান) করতে দীর্ঘ প্রতিক্ষা!

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স তার প্রথম ডাক হাঁকানোর আগে সর্বোচ্চ সংখ্যক ইনিংস খেলার রেকর্ডটি করেছেন । টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে এবি ‘কোন স্কোর ছাড়াই আউট’ হওয়ার আগে ৮৪টি ইনিংস খেলেন!

 

12-ab-de-villiers-batting-record
Image Source : Google

আরও পড়ুন : ক্রিকেট খেলার অদ্ভুত রেকর্ড সমূহ : পর্ব-২