গৃহস্থালি কাজ সামলাতে গিয়ে ছোটখাট নানা ঝামেলায় হিমশিম খেতে হয় প্রায়ই। এতে সময় তো নষ্ট হয়ই, মেজাজটাও হুট করে যায় বিগড়ে। এর মধ্যে একটি হচ্ছে রান্না ঘরে দুর্গন্ধ ৷ রান্নাঘরে বাজে গন্ধ হয় না, এমন মানুষ খুঁজলেও মিলবে না। জেনে নিন এয়ার ফ্রেশনার ছাড়াই রান্নাঘরের ভ্যাপসা গন্ধ দূর করার টিপস।
![]() |
Photo by Andrea Piacquadio |
১. রান্নাঘরে ভ্যাপসা গন্ধ জমে গেলে লেবু বা কমলার খোসা পানিতে জ্বাল দিন, সাথে যোগ করুন কয়েক টুকরো দারুচিনি। পানি ফুটে উঠলেই দেখবেন সুন্দর ঘন্ধে ভরে গেছে রান্নাঘরে। এভাবে মিনিট ১৫ জ্বাল দিন। দিনে একবার এই বুদ্ধি অবলম্বন করলে রান্নাঘর থাকবে সতেজ ও সুন্দর। রান্নাঘরকে তাজা রাখতে খুব কাজে আসবে এই উপায়।
২. রান্নাঘরের কোথাও একটি বাটিতে বেকিং সোডা বা ভিনেগার ভরে খোলা রাখুন। বাজে গন্ধ শুষে নেবে।
৩. পানির সাথে সামান্য বেকিং সোডা মিশিয়ে রান্নাঘর পরিষ্কার করুন। চুলা থেকে শুরু করে মেঝে পর্যন্ত, মনে করে বেকিং সোডা ব্যবহার করবেন। গন্ধ একদম গায়েব হয়ে যাবে।
৪. আপনার থালা বাসন মাজার স্প.ঞ্জটি প্রত্যেক সপ্তাহে বদলে ফেলুন। কেন বলছি এ কথা? স্পঞ্জটিকে নাকের কাছে নিন, তাহলে বুঝবেন। এই বস্তুও রান্নাঘরে দুর্গন্ধের উৎস। আর ব্যবহৃত স্পঞ্জ প্রত্যেকদিন গরম পানি দিয়ে ধুয়ে নেবেন।