গুগল ক্রোম এর সেরা ১০ টিপস

গুগল ক্রোম সফটওয়্যারটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার । অনেকেই গুগল ক্রোমকে ডিভাইসের ডিফোল্ট ব্রাউজার হিসেবেও ব্যবহার করেন ।  এই ব্লগপোস্টে আমার গুগল ক্রোম ব্রাউজারের সেরা টিপসগুলো সম্পর্কে জানবো । চলুন শুরু করা যাক ।
 
must-know-10-google-chrome-tips-in-bangla
Image by Deepanker Verma from Pixabay

 ওয়েবপেজ অফলাইনে পড়ুন

মনে করুন, অনেক সময় কোনো গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়ার থাকলেও সময়ের অভাবে পড়া হয় না । তবে আপনি চাইলে সেগুলো পরবর্তীতে যেকোনো সময় অফলাইনে পড়তে পারেন । অর্থাৎ এর জন্য ইন্টানেট সংযোগের প্রয়োজন হবে না । শুধুমাত্র ওয়েবপেজটি অফলাইনে সেভ করতে হবে ।

অ্যান্ড্রয়েড এর জন্য, সেই পেজে থাকা অবস্থায় উপরের ডানপাশে থাকা ম্যানু আইকনে ট্যাপ করে, ডাউনলোড আইকনে ট্যাপ করতে হবে ।

1-offline-pages-in-chrome

এখন, যেকোনো সময় পেজটি পড়তে বা শেয়ার করতে পারবেন । দেখার জন্য আবারও ম্যানু আইকন থেকে Downloads অপশনে ট্যাপ করতে হবে ।

আইফোনের জন্য, পেজে থাকা অবস্থায় ডানপাশের উপরে থাকা Share-এ ট্যাপ করে; রিড লেটার ট্যাপ করতে হবে । অফলাইনে পড়তে, মোর ম্যানুতে ট্যাপ করে Reading List আইকনে ট্যাপ করতে হবে ।

 

 নিজের হোমপেজ বা স্টার্টআপ পেজ সেট করুন

গুগল ক্রোমে নিজের পছন্দ অনুযায়ী যেকোনো ওয়েব সাইট হোমপেজ বা স্টার্টআপ পেজ কাস্টমাইজ করা যায় । হোম পেজ পরিবর্তন করার জন্য ক্রোমের Settings হতে Home page অপশন এ ট্যাপ করতে হবে ।এখন Open this page এ ট্যাপ করে পছন্দের ওয়েবসাইট ইউআরএ ল দিন যেমন : https://www.ojanainfo.xyz এবং On বাটনটি এনেবল করুন ।

 

set-up-homepage-in-google-chrome

 ক্রোমে ডার্ক মোড থিম ব্যবহার

রাতে কিংবা স্বল্প আলোতে ব্রাউজ করাটা লাইট মোডে করাটা অনেকের কাছেই অস্বস্তি লাগে । তাই ডার্ক মোডে ব্রাউজ করটা চোখকে স্বস্তি প্রদান করে । ডার্ক চালু করতে হলে Settings হতে Theme এ ট্যাপ করতে হবে, তারপর Dark অপশনটি সিলেক্ট করতে হবে ।

 

enable-dark-mode-in-chrome

কোনো ওয়েব পেজে নির্দিষ্ট ট্যাক্সট খুঁজতে

কোনো ওয়েবপেজের নির্দিষ্ট লেখা লাইন বা ট্যাক্সট খুঁজতে চাইলে, Find in page এ ট্যাপ করে লিখে সার্চ করুন ।

Find-in-page

 ওয়েব সাইটের ডেক্সটপ ভার্সন

অনেক সময় আমাদের কোনো ওয়েব সাইটের ডেক্সটপ বা পিসি ভার্সন দেখার প্রয়োজন হয় ।  গুগল ক্রোমে আপনি যেকোনো ওয়েব সাইটের ডেক্সটপ ভার্সন দেখতে চাইলে Desktop site  অপশনটি চেক করতে হবে এবং পুনরায় মোবাইল ভার্সন দেখতে  Desktop site অপশনটি আন-চেক করতে হবে ।

 

view-desktop-version-in-mobile-chrome

কোনো ওয়েবপেজ ফোনের হোম স্ক্রিনে যোগ করুন

পছন্দের কোনো ওয়েব সাইট ফোনের হোম স্ক্রিনে যোগ করতে চাইলে Add to Home screen-এ ট্যাপ করে Add অপশনটি সিলেক্ট করুন । এখন দেখুন আপনার ডিভাইসের হোম স্ক্রিনে ওয়েবপেজটির সটকার্ট তৈরি হয়ে গেছে ।

add-to-home-screen


ইনকগনিটো মোডে ব্রাউজ

প্রাইভেসি ইস্যুর জন্য ইনকগনিটো মোড ব্যবহার করা উত্তম । ফলে আপনার ব্রাউজিং হিস্টরি, কুুকিজ, সাইট ডাটা বা ইনফোরমেশন সেভ হবে না এবং আপনি প্রাইভেটলি ব্রাউজ করতে পারেন । এর জন্য New Incognito tab-অপেন করতে হবে ।

new-incognito-tab


পাসওয়ার্ড ম্যানেজার

আপনি যদি বিভিন্ন সাইটের অ্যাকাউন্ট ক্রোমের মাধ্যমে ব্যবহার করেন তাহলে আপনার আলাদা করে পাসওয়ার্ড কোনো নোটবুকে টুকে রাখার প্রয়োজন নেই । আপনি চাইলে সমস্ত সাইটগুলোর পাসওয়ার্ড সেভ, ডিলেট ও আপডেট করতে পারেন এর পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমে । পাসওয়ার্ড ম্যানেজার-এ প্রবেশ করতে হলে Settings থেকে Password Manager যেতে হবে ।

password-manager

কোনো ওয়েবপেজ অনুবাদ করতে

প্রায়ই আমাদের বিভিন্ন ওয়েব সাইট ও ব্লগের আর্টিকেল অন্য ভাষায় থাকে ফলে সেটি অনুবাদ করার প্রয়োজন হয় । এর জন্য আর্টিকেলটির ট্যাক্সট কপি করে অন্য অ্যাপে গিয়ে ট্রান্সলেট করার দরকার নেই । চাইলে আপনি এক ট্যাপেই সমস্ত আর্টিকেলটি অনুবাদ করতে পারেন । এর জন্য শুধু Translate অপশনটি ক্লিক করুন ।  

translate-any-webpge-in-goole-chrome


শেয়ার কপি লিংক, প্রিন্ট, পিডিএফ ও কিউআর কোড

গুগল ক্রোমে কোনো ওয়েব পেজ শেয়ার, লিংক, প্রিন্ট করা, পিডিএফ হিসেবে সেভ করা এবং কিউআর কোড জেনারেট করা সহজেই করতে পারবেন । এর জন্য অ্যাপটির শেয়ার আইকনটিই যথেষ্ট ।

how-to-share-copy-print-any-web-page-in-chrome


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ