april-fool-day-history-in-bangla

এপ্রিল ফুল ডে আমেরিকা হতে এশিয়ার আধুনিক সংস্কৃতির একটি অংশ । হাসি-ঠাট্টা ও কৌতুকে ভরা এই দিনটির সঠিক কখন উপত্তি ঘটেছে এ সম্পর্কে ইতিহাসে সরাসরি কোনো গল্প নেই । তবে এদিনটি যে পালিত হয়ে আসছে এ ব্যাপারে বিভিন্ন তত্ত্ব পাওয়া যায় ।

১. কিছু ইতিহাসবিদরা ধারনা করেন, এপ্রিল ফুলস ডের উৎপত্তি ১৫৮২ সালের দিকে যখন ফ্রান্সে বার্ষিক জুলিয়ান ক্যালেন্ডার পরিবর্তন করে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার বা অনুসরনের প্রচলন শুরু হয় ।

সেসময় অনেকেই এই খবর পেতে ব্যর্থ হয়েছিলেন । ফলে অনেক লোকজন গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরন করে নতুন বছর ১ জানুয়ারি পালনের বদলে জুলিয়ান ক্যালেন্ডার হিসেবে মার্চ মাসের শেষ সপ্তাহে অর্থাৎ ১ এপ্রিল নববর্ষ উদযাপন করতেন ।যার জন্য ১ এপ্রিল ধারাবাহিকভাবে তামাশা এবং কৌতুকের অংশ হয়ে উঠেছিল ।

২. ইতিহাসবিদের মতে, প্রাচীন রোমে উদযাপিত ‘হিলারিয়া’ উৎসবের সাথে এপ্রিল ফুল ডের সংযোগ রয়েছে বলে মনে করেন ।যা মার্চ মাসের শেষের দিকে উদযাপিত হত এবং লোকেরা বিচিত্র পোশাকে ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন গেমস ও শোভাযাত্রায় অংশগ্রহন করত ।

৩. ধারণা করা হয় নর্দান হেমিস্পেয়ারে ভার্নাল ইকুইনক্স বা বসন্তের ঋতুর প্রথম দিন, এপ্রিল ফুলস ডে এর কারণ হতে পারে। উত্তর গোলার্ধে আবহাওয়ার দ্রুত অদ্ভুতপূর্ব পরিবর্তন কে অনেক প্রকৃতি মাতা মানুষকে ‘বোকা’ বানাচ্ছেন বলে মনে করা হত ।

কিভাবে এপ্রিল ফুল ডে শুরু হয়েছিল তা নিয়ে ঐতিহাসিক অনেক বিতর্ক থাকতে পারে ।তবে একটা কথা ঠিক ক্যালেন্ডারে ১ এপ্রিল এমন একটা দিন যেদিন কাউকে বোকা বানাতে এবং নিজে বোকা সাজার দিন । আবার কেউ বোকামির জন্য কিছু মনেও করে না, বিষয়টা খুব মজার!

রেফারেন্স সমূহ : https://www.history.com/topics/holidays/april-fools-day, https://en.wikipedia.org/wiki/April_Fools%27_Day, https://www.rd.com/culture/origin-of-april-fools-day, http://blog.learningresources.com/celebrate-april-fools-day,