10-useful-tips-and-settings of-whatsApp-in-bangla
Image Source : pixabay

হোয়াটসঅ্যাপ কি সেটা আমরা সবাই জানি এবং দৈনন্দিন জীবনে কম-বেশি এর ব্যবহারও করি । বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপ এর সবচেয়ে বেশি ব্যবহারকারী রয়েছে যা ফেসবুক মেসেঞ্জার ও ইমো ব্যবহকারীদের তুলনায় অনেক বেশি । আজকে আমরা হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য প্রয়োজনীয় ১০ টিপস ও সেটিংস সম্পর্কে জানবো।


১. চ্যাট ব্যাকগ্রাউন্ড পরিবর্তন

একঘেয়ামি সিম্পল চ্যাট ব্যাকগ্রাউন্ড দেখতে আর ভালো লাগে না । তাহলে এখুনি চ্যাট ব্যাকগ্রাউন্ড টি পরিবর্তন করুন আপনার পছন্দের ওয়ালপেপার দিয়ে । পরিবর্তন করতে Settings > Chats > Wallpaper এ ক্লিক করুন; তারপর পছন্দের ওয়ালপেপার টি গেলারি থেকে সিলেক্ট করুন এবং SET এ ক্লিক করুন ।

1-change-chat-background-wallpaper
Screenshot : Change Background Wallpaper on WhatsApp


২. লাস্ট সিন (Last seen) লুকান

লাস্ট সিন স্ট্যাটাস দ্বারা বুঝা যায় ব্যবহারকারী সর্বশেষ কখন সক্রিয় ছিলেন । তবে চাইলে আপনি বন্ধুদের কাছ থেকে নিজের লাস্ট সিন লুকাতে বা হাইড করতে পারেন । তা করতে প্রথমে Settings > Account > Privacy > Last Seen অপশন হতে Switch to Nobody সিলেক্ট করুন । 

2-change-last-seen-status-in-whatsapp
Screenshot : Hide Last Seen on WhatsApp
 

৩. ক্লিক টু চ্যাট

সাধারণত হোয়াটসঅ্যাপে কারও সাথে চ্যাট করতে হলে ব্যবহারকারীর নম্বর আগে ফোনবুকে সেভ করতে হয় ।তবে আপনি ‘ক্লিক টু চ্যাট’ ফিচার ব্যবহার করে উক্ত ইউজারের নম্বর ফোনবুকে সেভ না করেও তার সাথে চ্যাট করতে পারেন ।এর জন্য আপনাকে একটি ইউজার লিংক তৈরি করতে হবে ফলে উক্ত লিংকে ক্লিক করলেই স্বয়ংক্রিয়ভাবে চ্যাট ওপেন হবে । নিজের লিঙ্ক তৈরি করতে, https://wa.me/<MobileNumer> যেমন- https://wa.me/<123456789> নম্বরে কোন শূন্য, ড্যাশ বা ব্রেকেট দেয়ার প্রয়োজন নেই ।

৪. চ্যাট করার সময় লেখার স্টাইল পরিবর্তন

হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময় চাইলে সহজেই ফন্ট স্টাইল (Bold, Italic, Strikethrough) পরিবর্তন করা
যায় ।লেখা বোল্ড বা মোটা করতে টেক্সট এর পূর্বে ও পরে (*)ব্যবহার করতে হবে। যেমন-*Hello* ।
লেখা ইটালিক বা বাঁকা করতে টেক্সট এর পূর্বে ও পরে (_)দিতে হবে । যেমন- _Hello_ ।
লেখার মাঝামাঝি টান (স্ট্রাইকথ্রু) দিতে টেক্সট রে পূর্বে ও পরে (~) দিতে হবে । যেমন-~Hello~ ।

৫. অটো ডাউনলোড বন্ধ করে ডাটা খরচ কমান

অনেক ব্যবহারকারীর অভিযোগ, হোয়াটঅ্যাপ ব্যবহারে ইন্টারনেট ডাটা বেশি খরচ হয় । এর প্রধান কারণ যেকোন চ্যাট বা গ্রুপ চ্যাট এ সংযুক্ত যেকোন ফাইল সয়ংক্রিয় ডাউনলোড হওয়া, এটি সবচেয়ে বিরক্তিকর । সয়ংক্রিয় মিডিয়া ডাউনলোড হওয়া বন্ধ করতে Settings > Data and Storage Usage > When using mobile data থেকে Photos, Audio, Videos, Documents অপশনগুলো আনমার্ক করে OKতে ক্লিক করুন।

5-save-mobile-data-on-whatsapp
Screenshot : Turn off auto downloads on WhatsApp


৬. প্রোফাইল পিকচার লুকান

নিজের প্রোফাইল পিকচার হাইড করতে চাইলে প্রথমে Settings এ যেতে হবে তারপর Account > Privacy > Profile Photo  হতে My Contacts সিলেক্ট করলে শুধু মাত্র কন্টাক্ট-এ সেভকৃত ব্যক্তিরাই দেখতে পারবে ও Nobody সিলেক্ট করলে কেউ দেখতে পারবে না ।

6-hide-profile-picture-in-whatsapp
Screenshot : Hide Profile Picture on WhatsApp
 

৭. ডাউনলোডকৃত ফটো ও ভিডিও গ্যালারিতে দেখানো বন্ধ করুন

অনেকেই হোয়াটসঅ্যাপের ফটো ও ভিডিওগুলো ফোনের গ্যালারীতে দেখতে পছন্দ করেন না । তাই গ্যালারী থেকে ফটো ও ভিডিওগুলো দেখানো বন্ধ করতে- Settings > Chats হতে Media Visibility অপশনটি অফ করুন করতে হবে ।

7-hide-photo-video-from-gallery
Screenshot : Stop Showing WhatsApp media in Phone's Gallery


৮. যেকোনো চ্যাট শীর্ষে পিন (Pin) করুন

পছন্দের কিংবা গুরুত্বপূর্ণ কোনো চ্যাট সবসময় চ্যাট লিস্টের শীর্ষে পিন করে রাখতে চ্যাটটি কিছু মুহুর্ত ট্যাপ করুন দেখুন উপরে একটি পিন আইকন দেওয়া আছে সেটিতে ক্লিক করুন । পরবর্তীতে আপনি চাইলে একইভাবে আবার আনপিন (Unpin) করতে পারেন ।
 

8-pin-any-chat-on-whatsapp
Screenshot : Pin and Unpin Chats on WhatsApp


৯. চ্যাট প্রিয় ব্যক্তি অনুসন্ধান করুন

হোয়াটঅ্যাপে আপনি কার কার সাথে সবচেয়ে বেশি চ্যাট করেন বা যোগাযোগ রক্ষা করেন তা দেখতে হলে Settings > Data and Storage Usage> Storage Usage এ যেতে হবে ।

9-find-favourite-chats-on-whatsapp
Screenshot : Find Favorite Contacts on WhatsApp

১০. কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে

কম্পিউটারে যেকোন ব্রাউজার (গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, অপেরা, সাফারি, মাইক্রোসফট এজড্) হতে https://web.whatsapp.com ঠিকানা খুলুন এবং দেখুন উক্ত পেজে একটি কিউআর (QR) কোড প্রদর্শিত হচ্ছে ।এখন নিজের ফোনের হোয়টসঅ্যাপ অ্যাপ্লিকেশন অপেন করে WhatsApp Web এ ক্লিক করুন এবং কিউআর কোডটি স্ক্যান করুন ।তাছাড়া উইন্ডোজ বা ম্যাক পিসিতে আলাদা করেও সফটওয়্যার ব্যবহার করা যাবে । ডাউনলোড করতে- https://www.whatsapp.com/download   

10-whatsapp-web-for-pc
Screenshoot : Use WhatsApp in Desktop PC