what-are-the-uses-of-function-keys

আমাদের কম্পিউটার কিবোর্ডের ওপরের দিকে খেয়াল করলে দেখা যায় F1 থেকে F12 পর্যন্ত ১২টি কী দেয়া আছে । এগুলোকে Function Key বলে, এই Key গুলোর এক একটির কাজ এক এক রকম । তাহলে চলুন এক এক করে জেনে নিই এই ফাংশান Key গুলোর ব্যবহার ।

F1 : এই বাটনটি যেকোনো প্রোগাম বা সফটওয়্যারের জন্য সাহায্যকারী কি হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ আপনার অ্যাকটিভ উইন্ডোর জন্য হেল্প পেইজ দেখতে হলে এই বাটনটি প্রেস করলেই চলবে । যেমন-আপনি ফটোশপের কিছু হেল্প নেবেন, তাহলে ফটোশপ সফটওয়্যার চালু করুন আর ফাংশন কি F1 চাপুন, তাহলে ফটোশপ সম্পর্কে সাহায্য পাবেন ।

 

 

F2 : Rename করার জন্য শর্টকাট কি হিসেবে এটি ব্যবহার করা হয় । আপনার সিলেক্টকৃত কোনো ফাইল বা ফোল্ডার রিনেম করতে ফাংশন কি F2 চাপুন ।

তাছাড়া Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ড এর প্রিন্ট প্রিভিউ দেখা যায় ।

আর Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের একটি নতুন ডকুমেন্ট খুলতে পারেন ।

 

F3 : শুধুমাত্র F3 চেপে আপনি যে কোনো প্রোগামের বা ডকুমেন্টের সার্চ অপশন আনতে পারেন । 

Shift+F3 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের কোনো শব্দকে বড় হাতের থেকে ছোট হাতের বা ছোট হাতের থেকে বড় হাতের করা যায় ।

 

F4 : F4 বাটন দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের last action performed Repeat করা যায় ।

Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগাম বন্ধ করা যায় এবং Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডা বন্ধ করা যায় ।

 

F5 : মাইক্রোসফট ওয়ার্ডে Find, Replace, Go To উইন্ডো খোলা হয় F5 বাটন ব্যবহার করে ।

যেকোনো পেইজ রিফ্রেশ করার জন্য এই key-টিই ব্যবহার করা হয় ।

তাছাড়া মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্লাইড শো শুরু করা ও বন্ধ করার জন্য এই বাটনটি ব্যবহার করা হয় ।

 

F6 : F6 বাটনটি দিয়ে মাউসের কার্সরকে দ্রুত ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যাওয়া যায় ।

Ctrl+Shift+F6 চেপে ওয়ার্ডের সক্রিয় ডকুমেন্ট রেখে অন্যটি ব্যবহার করা যায় ।

 

F7 : F7 চেপে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা বানান ও গ্রামার ঠিক করা হয় এবং মজিলা ফায়ারক্সের Creat browsing চালু করা হয় ।

Shift+F7 চেপে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার জন্য ডিকশনারি চালু করা হয় ।

 

F8 : বিশেষ করে কম্পিউটার চালু করার সময় এই keyটি কাজে লাগে । সাধারণত উইন্ডোজ safe mode এ চালু করার জন্য ব্যবহার করা হয় ।

 

F9 : Windows Setup দেয়ার সময় এই কি চাপ দিয়ে Fast Boot ডিভাইস CD Rom দেখানো যায় ।

 

F10 : F10 এটি চেপে ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয় ।

Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয় ।

 

F11 : স্ক্রিনে অ্যাকটিভ উইন্ডোটিকে ফুলস্ক্রিন করতে এবং নরমাল মুডে আনতে এই বাটনটি চাপলেই হবে ।

 

F12 : F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের Save as উইন্ডো ওপেন করা হয় ।

Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট সেভা করা হয় । এবং

Ctrl+Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্ট করা হয় ।