how-to-save-contacts-in-google-account
Image by Ivan Radic from Flickr

বর্তমান সময়ে প্রতিটি মানুষের কাছেই মোবাইল ফোনবুকে সংরক্ষিত কন্টাক্ট সমূহ খুবই গুরুত্বপূর্ণ । কারণ এর মাধ্যমেই আমরা পরিচিতদের মানুষদের সাথে যোগাযোগ রক্ষা করি । সাধারণত একটি সিম কার্ডে এ সর্বোচ্চ ২৫০টি কন্টাক্ট সেভ করে রাখা যায় এবং একটি ফোন স্টোরেজ এ সর্বোচ্চ ৫০০টির মতো কন্টাক্ট সেভ করে রাখা যায় । কিন্তু সমস্যা হলো ফোন সেটটি যদি কোনো কারণে হারিয়ে যায় তাহলে তো কথাই নেই? সকলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ! আর সেভ করা ফোন নম্বরগুলো ফিরে পেতে গেলে অনেক হেনস্তা হতে হয় ।

বর্তমানে কোনো কিছুই যথেষ্ট নয় । এর মধ্যে ফোনের কন্টাক্ট (পরিচিতি/যোগাযোগ) এর ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য বলা যায় । আর উপরোক্ত সমস্যার সমাধানে আছে “গুগল কন্টাক্ট” নামের সার্ভিসটি । গুগল কন্টাক্ট এর কিছু উল্লেখযোগ্য ফিচারসমূহ-

👉 আনলিমিটেড কন্টাক্ট সংরক্ষণ করতে পারবেন ।

👉 কন্টাক্ট সমূহে সহজেই বিভিন্ন ফিল্ড যেমন-নম্বর, ঠিকানা, ইমেইল, ছবি যুক্ত করুন বা সম্পাদনা করবেন ।

👉 কন্টাক্ট সমূহ যেকোনো সময় সিম কার্ড বা ডিভাইস হতে ইমপোর্ট/এক্সপোর্ট করতে পারবেন ।

👉 যেকোনো ডিভাইস (স্মার্টফোন/পিসি/ট্যাব/ওয়েব) থেকে আপনার পরিচিতিগুলি অ্যাক্সেস করুন অথবা ব্যাকআপ নেয়া যাবে ।

ওয়েব ঠিকানা : https://contacts.google.com/

অ্যাপ ডাউনলোড : অ্যান্ডয়েডআইওএস

তাই বলা যায়, গুগল কন্টাক্ট থাকলে ফোন হারালেও হারাবে না ফোনবুক !😁