how-to-speed-up-the-start-menu-in-windows-pc.
Image from Flickr

বিভিন্ন কারণে কম্পিউটাররের স্বাভাবিক গতি কমে যেতে পারে । এর মধ্যে মাইক্রোসফট উইন্ডোজ চালিত কম্পউটারে অতিরিক্ত সফটওয়্যার ইনস্টল করায় পিসির গতি প্রায়ই কমে যায় । আর এজন্য কমউটারের স্টার্ট মেন্যু (Start Menu) অনেক ধীর গতির হয়ে যায় । তবে কোনো ধরনের সফটওয়্যার আনইনস্টল করা ছাড়াই উনন্ডোজের রেজিস্ট্রি পরিবর্তন করে এ সমস্যা সহজেই সমাধান করা যায় ।

১. এজন্য আপনাকে প্রথমে Start Menu থেকে Run এ যেতে হবে অথবা সর্টকাট কমান্ড (Windows+R)একসাথে চাপলে Run ডায়লগ বক্স প্রদর্শিত হবে ।


২.এবার Run উইন্ডোতে regedit লিখে OK বাটনে ক্লিক করতে হবে । এখন Registry Editor চালু হবে ।


৩. এখানে HKEY_CURRENT_USER থেকে প্রথমে Control Panel এবং পরে Desktop-এ যেতে হবে । ডান পাশে প্রদর্শিত MenuShowDelay অপশনটির উপর ডাবল ক্লিক করলে নতুন একটি টেক্সট বক্স আসবে ।


৪. এখানে নির্ধারিত ঘরের ভ্যালু ৪০০ এর পরিবর্তন করে ১ অথবা ০ বসিয়ে OK দিয়ে কাজ শেষ করতে হবে । 

how-to-speed-up-the-start-menu-in-windows-pc
Image : Windows Registry Editor (Screenshot)

 
৫. এবার পিসি রিস্টার্ট করুন ।

এখন  কম্পিউটারের স্টার্ট মেন্যু আগের তুলনায় দ্রুত কাজ করবে ।