some-surprising-facts-about-the-human-brain-in-bengali
Image by hainguyenrp from Pixabay

মানব শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ মানুষের মস্তিষ্ক । এটি আমাদের নতুন চিন্তা, কারণ, মনে রাখা এবং নতুন কিছু শিখেতে সহায়তা করে । চলুন মানুষের মস্তিষ্ক সম্পর্কে কিছু বিচিত্র তথ্য জেনে নেয়া যাক ।

১. মানুষের মস্তিষ্কের প্রতি সেকেন্ডে ১০১৫টি হিসাব করার ক্ষমতা আছে ।

২. একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন প্রায় ৭০০০০ বিষয় নিয়ে চিন্তা করতে সক্ষম ।

৩. মানুষের মস্তিষ্কে নিউরনের সংখ্যা কত জানেন? ১০০ বিলিয়ন!  মানুষের নিউরন তথ্য চলাচলের সর্বনিম্ন গতিবেগ হলো প্রায় ২৫৮.৪৯০ মাইল/ঘন্টা ।

৪. একশ মাইল লম্বা শিরা রয়েছে মানব মস্তিষ্কে ।

৫. একজন মানুষের ব্রেইন অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর চেয়ে প্রায় ৩গুন বড় ।

৬. ব্রেইন মানুষের দেহের মোট আয়তনের মাত্র ২% হলেও দেহে উৎপন্ন মোট শক্তির ২০ ভাগেরও বেশি খরচ করে সে একাই ।

৭. দেহের মোট অক্সিজেনের প্রায় ২০ভাগ মস্তিষ্ক ব্যবহার করে থাকে ।

৮. অক্সিজেনের মতো প্রায় ২০ভাগ রক্তই মস্তিষ্ক আদান-প্রদান করে ।

৯. মস্তিষ্কের ওজনের প্রায় দ্বিগুণ ওজন হচ্ছে মস্তিষ্কের আবরণ বা চামড়ার ।

১০. জন্মের সময় থেকে মানব মস্তিষ্ক পূর্ণাঙ্গ মানুষের মস্তিষ্কের আকৃতি নিয়ে আসে এবং মস্তিষ্কের প্রায় পূর্ণাঙ্গ কোষ নিয়েই আসে ।

১১. মস্তিষ্ক ১৮ বছর বয়সের পর বৃদ্ধি হয় না ।

১২. যদি মস্তিষ্ক ৮ থেকে ২০ সেকেন্ড রক্ত না পায়, তবে মানুষ জ্ঞান হারায় ।

১৩. জাগ্রত থাকা অবস্থায় মস্তিষ্ক প্রায় ২৫ ওয়াট পাওয়ার সৃষ্টি করে, যা একটি লাইট বাল্ব জ্বলানোর জন্য যথেষ্ট ।

১৪. মানব মস্তিষ্কের প্রায় ৭৫ ভাগই পানি ।

১৫. যখন মানুষকে অত্যধিক চাপ সহ্য করতে হয় তখন মস্তিষ্কের কোষ, গঠন বা আকার এবং কাজ বাধাগ্রস্ত হয় ।

some-surprising-facts-about-the-human-brain
Image by PublicDomainPictures from Pixabay

১৬. অক্সিটোক্সিন নামক হরমোন মস্তিষ্ক থেকে ক্ষরিত হয় যা ভালোবাসা এবং আত্মসংবরণের জন্য দায়ী ।

১৭. মস্তিষ্কে ব্যাথা সংগ্রাহক কোনো অঙ্গ নেই তাই মস্তিষ্ক কখনো ব্যাখা অনুভব করে না ।

১৮. মৃত্যুর ৫ মিনিটের মধ্যেই মস্তিষ্কের কোষগুলো মৃত্যু ঘটে ।

১৯. নিয়মিত ব্যায়াম শরীরের মতো মস্তিষ্কের জন্য উপকারী ।

২০. সম্প্রতি ন্যাচার নিউরো সায়েন্স জার্নাল তাদের এক গবেষনায় প্রকাশ করেছে, প্রত্যেক মানুষের মস্তিষ্কের কার্যকলাপ আপনার আঙ্গুলের ছাপের মতই ইউনিক বা অনন্য ।

২১. বিশেষজ্ঞরা দৈনিক ৭-৯ ঘন্টা ঘুমাতে বলেন কারণ ঘুমের সময় মস্তিষ্ক বিশ্রাম গ্রহণ করে এবং পর্যাপ্ত ঘুমের অভাবে মস্তিষ্কের কোষগুলো মারা যায় । ফলে সঠিকভাবে স্মৃতি স্টোর করতে, সময়মত প্রতিক্রিয়া করতে সমস্যা হয় ।

২২. এগিস লিভিংয়ের প্রধান মেডিকেল অফিসার শেরলি নিউয়েল বলেন, মস্তিষ্ক পেশীর মতো। দৈনিক চর্চার মাধ্যমে এর কার্যক্ষমতা বৃদ্ধি করা যায় ।

২৩. "অ্যালকোহল গ্রহণ করলে এটি আপনার স্মৃতির কোনকিছুই ভুলিয়ে না। যখন আপনি মাতাল হয়ে যান, মস্তিষ্ক অস্থায়ীভাবে স্মৃতি তৈরির ক্ষমতা হারায়।" - Fact Slides

২৪."মাল্টিটাস্কিং আসলে অসম্ভব। যখন আমরা মনে করি আমরা multitasking করছি, আমরা আসলে প্রসঙ্গ-স্যুইচিং করছি। অর্থাৎ, আমরা দ্রুত একই সময়ে কাজ করার পরিবর্তে বিভিন্ন কাজগুলি পিছনে এবং সামনে স্যুইচ করছি।" - The Mind Unleashed

২৫. এটি কোনো কাকতালীয় ব্যাপার নয় যে, মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিফোন নম্বরগুলি সাত(৭) ডিজিটের! কারণ হচ্ছে মানুষের সর্ট-টাইম মেমোরি সর্বাধিক সাতটি সংখ্যা যথেষ্ট দীর্ঘ সময় মনে রাখতে পারে ।

২৬. একজন প্রাপ্ত বয়স্ক মানুষের মস্তিষ্কের গড় ওজন প্রায় ১৩০০-১৪০০গ্রাম বা ৩পাউন্ড এবং একজন নবজাতক মানব শিশুর মস্তিষ্কের গড় ওজন প্রায় ৩৫০-৪০০গ্রাম হয়ে থাকে ।