ফেসবুক হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম । এক বিলিয়নেরও বেশি নিবন্ধনকৃত ব্যবহারকারীর প্লাটফর্মটিতে দৈনিক মিলিয়ন মিলিয়ন একটিভ ব্যবহারকারী থাকে । কিন্তু পরিতাপের বিষয় ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে সেটি ফোনে অনেক বেশি জায়গা দখল করে এবং রানিং থাকা অবস্থায় খুব বেশি র‌্যাম খরচ করে ফলে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়া, ফোন গরম হয়ে যাওয়া কিংবা ল্যাগ করা সমস্যা দেখা যায় । তাই ফেসবুক কর্তৃপক্ষ কম কনফিগারেশন সম্পন্ন ডিভাইসের জন্য ফেসবুক লাইট নামের অ্যাপ রেখেছে । তবে আমার মত অনেকের কাছেই অফিসিয়েল অ্যাপ দুটি খুব একটা ভালো লাগে না আবার ব্রাউজারে ফেসবুক ব্যবহার করলে এক ঘেয়ামি লাগে । তাই আজকে আমরা ফেসবুকের সেরা ৫ থার্ডপার্টি অ্যাপ সম্পর্কে জানবো যেগুলো অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করতে পারেন ।
 
top -5-facebook-third-party-apps-for-android
Image by Gerd Altmann from Pixabay

১. Phoenix - Facebook & Messenger

Phoneix হচ্ছে ফেসবুকের অন্যতম বিকল্প যেটিতে অফিসিয়েল ফেসুবুক অ্যাপের সবগুলো ফিচারসহ মেসেঞ্জার সুবিধা রয়েছে যেমন- চ্যাট হেড, ভয়েজ কল, ভিডিও কল ইত্যাদি । তছাড়াও নিজেস্ব কিছু ফিচার ও ফাংশন রয়েছে যেগুলো অফিসেয়েল ফেসবুক অ্যাপে নেই । টেস্টিংয়ের সময় কোনো কোনো ডিভাইসে রান করতে গিয়ে অ্যাপটি ক্রাশ হয়েছে কিন্তু ভালো হচ্ছে এটি একটি বিজ্ঞাপনবিহীন ফ্রি অ্যাপ ।

phoenix-facebook-messenger-review
Screen shot : Phoenix - Facebook & Messenger

ইন্সটল করুন : গুগল প্লেস্টোর

২. Faster for Facebook Lite

আপনি যদি ফেসবুক লাইট এর সেরা বিকল্প খুজঁছেন তাহলে এই অ্যাপটি আপনার জন্য । অ্যাপটি ফেসবুক মেসেঞ্জার সমর্থন সহ ভিডিও ও জিআইএফ ভিউ, ক্লাসিক ফেসবুক মুড, ডার্ক মুড ও অন্যান্য ফিচার রয়েছে ।

faster-for-facebook-lite-review
Screen shot : Faster For Facebook Lite

ইন্সটল করুন : গুগল প্লেস্টোর

৩. Friendly Social Browser

 এটি অল-ইন-ওয়ান সোসিয়েল অ্যাপ । প্রতিটি সোসিয়েল সাইট আলাদা ইন্সটল ও আলাদা ব্যবহারের ঝামেলা থেকে মুক্তির জন্য এটি সেরা সমাধান । এর ফেসবুক সহ প্রত্যেকটি সোসিয়েল সাইট ব্যবহার করতে পারবেন ।  

friendly-social-browser-review
Screen shot : Friendly Social Browser

ইন্সটল করুন : গুগল প্লেস্টোর

৪. SlimSocial

SlimSocial হচ্ছে একটি পাওয়ারফুল ফেসবুক অ্যাপ যার সাইজ ২০০ কিলোবাইটের কম । এর উল্লেখযোগ্য কিছু ফিচার হচ্ছে- অ্যাড ব্লকার, ফেসবুক মেসেঞ্জার সাপোর্ট, কাস্টমাইজড থিমস, চ্যাট হেডস, মেটারিয়েল ডিজাইন ও ৩০+ ভাষা সমর্থন । অ্র্যাপটির সম্পূর্ণ পারসোনালাইজড সুবিধা পেতে ২.৯৯ ডলার ব্যয় করতে হবে তবে ফ্রি সংস্করণে বেসিক ফিচারগুলো ব্যবহার করতে পারবেন ।   

slim-social-review
Screen shot : SlimSocial

ইন্সটল করুন : গুগল প্লেস্টোর

৫. Tinfoil for Facebook

Tinfoil হচ্ছে ফেসবুকের সিম্পল ও পুরাতন সংস্করণ । এটি একটি web-wrapper অ্যাপ যেটি অনেকটা ওয়েব সংস্করণের মত । অ্যাপটি ডিভাইসের কম স্টোরেজ ক্যাপাসিটি, পারমিশন ফ্রি ও অ্যাড ফ্রি ব্রাউজিং এর জন্য সেরা পছন্দ ।  

tinfoil-for-facebook-review
Screen shot : Tinfoil for Facebook

ইন্সটল করুন : ডাউনলোড