একটা সময় স্যামসাং ফোনের নাম শুনলেই অনেকে নাক সিটকাতো । বর্তমানে স্মার্টফোন বাজারে অ্যাপল আইফোন-এর মতো ফ্লাগশিপের সাথে কোরিয়ান ব্র্র্যান্ডটি এককভাবে প্রতিযোগিতা করে চলেছে । অন্যান্য ব্র্যান্ড এর ধারে কাছেও নেই । স্যামস্যাং যে শুধু ফ্লাগশিপ লেভেলের প্রিমিয়াম ফোন তৈরি করে তা কিন্তু নয় । স্যামসাং তাদের স্মার্টফোনগুলো বাজেট লেভেল থেকে শুরু করে প্রিমিয়াম লেভেল পর্যন্ত সবার কথা চিন্তা করেই ফোন তৈরি করে । তার জন্য স্যামসাং বিভিন্ন ব্যবহারকারীর প্রয়োজন ও চাহিদা বিবেচনা করে বিভিন্ন ফোন সিরিজ লঞ্চ করে যেমন : M, A, F, Z, S ইত্যাদি । চলুন জেনে নিই কোন সিরিজের ফোন কাদের জন্য এবং আপনার জন্য কোনটি উপযুক্ত ।

samsung-phone-series-m-a-f-s-z-which-one-is-right-for-you
Image Credit (Trusted Reviews)
 M (এম) সিরিজ :  

আপনি যদি কম বাজেটের মধ্যে একটি ব্যাটারি সেন্ট্রিক ও স্ক্রিন সেন্ট্রিক ফোন চান তাহলে এম সিরিজের ফোনগুলো আপনার জন্য উপযুক্ত । এই সিরিজের ফোনগুলো বাজেট ফ্রেন্ডলি । একজন বেসিক ইউজার হিসেবে দীর্ঘস্থায়ী ব্যাটারি, বড় ডিসপ্লে, ডিসেন্ট ক্যামেরা ও দৈনন্দিন টুকিটাকি টাস্কগুলো অনায়াসে করতে পারবেন ।

A (এ) সিরিজ :

A (এ) সিরিজের ফোনগুলো মিড রেঞ্জ লেভেলের । অর্থাৎ এর বাজেট ও কোয়ালিটি মিড রেঞ্জের মধ্যেই পড়ে । আপনি যদি একজন পাওয়ার ও হেবি ইউজার হউন, যেখানে মাঝামাঝি বাজেটের মধ্যে আপনার ফোনে ভালো পারফরমেন্স, ভালো ক্যামেরা  ও হাই গ্রাফিক্স জিপিইউ সাপোর্ট দরকার । তাহলে এই সিরিজের ফোনগুলো ভালো হবে ।

F (এফ) সিরিজ :

আমরা জানি প্রায় প্রতিটি ব্র্যান্ড তাদের টেকি উৎসাহী ইউজারদের জন্য ফোন তৈরি করে । এগুলো সাধারণত অফলাইন খুব কমই পাওয়া যায় কারণ এটি হচ্ছে অনলাইন সেন্ট্রিক মার্কেট প্লেসের জন্য । স্যামসাং এর F (এফ) সিরিজ তেমন ব্যবহারকারীদের জন্য যারা একটা ডিসেন্ট দামে সবকিছুর কম্বো দরকার ।

S (এস) সিরিজ :

এটি হচ্ছে স্যামসাংয়ের খুবই জনপ্রিয় প্রিমিয়াম ফ্লাগশিপ সিরিজ । এখানে দাম মূখ্য বিষয় নয়, কারণ এখানে একটি স্মার্টফোনের হার্ডওয়্যার, সফটওয়্যার, ক্যামেরা, পারফরমেন্স ও ফিচার সাথে কোনো দিক থেকে কোনো ভাবেই আপস করা হয় না । এখানে ৫-৭ বছরের ওএস এবং সিকিউরিটি প্যাচ আপডেট পেয়ে যাবেন।

Z (জেড) সিরিজ :

Z (জেড) সিরিজ হচ্ছে ফোল্ড বা ফ্লিপ সিরিজের ফোনগুলোকে বুঝায় । এটি স্যামসাংয়ের প্রিমিয়াম ও ফ্লাগশিপ লেভেলের ফোন ।